Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা
  • বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ
  • পরিদর্শন ও সুপারভিশন এবং তদন্ত কার্য পরিচালনাও প্রতিবেদন প্রেরণ
  • বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/মাদরাসার শিক্ষকদের এমপিও ভূক্তিকরণ,টাইমস্কেল/উচ্চতর স্কেল, বি-এড স্কেল প্রদানের সুপারিশ করাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ, ম্যানেজিং কমিটিও অভিভাবক কমিটি গঠনও প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের কার্যক্রমে সহায়তা প্রদান করা।
  • শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট প্রদান করা
  • স্কাউটিং
  • সকল প্রকার উপবৃত্তি প্রদানে সহায়তা
  • সরকারি পরিপত্র সম্পর্কে জেলার সকল প্রতিষ্ঠানকে সরাসরি/উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে অবহিত করা
  • পাঠ পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সরকারি পরিপত্র প্রদত্ত নির্দেশনার আলোকে সংযুক্তকরণ।
  • উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক চাহিত সকল তথ্য গ্রহণ,প্রেরণও সংরক্ষণ করা হয়।
  • জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল/এসএসসি ভোকেশনালও সমমানের পরীক্ষায় সহযোগিতা প্রদান করা হয়।
  • বৃক্ষরোপন আন্দালন, মাদকও এসিড সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধসহ অন্যান্য সামাজিকও সাংস্কৃতিক আলোচনাও কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের উদ্ভূদ্ধকরণ করা হয়।
  • ব্যানবেইসও অন্যান্য প্রকল্প কর্তৃক প্রদত্ত সকল প্রকার জরিপ পরিচালনা করা।
  • শিক্ষক প্রশিক্ষণ : সিপিডি-১, সিপিডি-২, ক্লাস্টার প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রশিক্ষণ, এসবিএ প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের প্রশাসনিক প্রশিক্ষণ, শিক্ষকদের বি-এড প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদির সরাসরি পরিচালনা
  • জেলাও উপজেলা পর্যায়ে শীতকালীনও গ্রীষ্মকালীন ক্রীগা পরিচালনা করা
  • এছাড়া মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জেলা শিক্ষা অফিসারের অনুমোদন সাপেক্ষে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ ক্লাস্টারভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিমাসে কমপক্ষে প্রতিদিন ০১টি বিদ্যালয় পরিদর্শন করে প্রতিমাসে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ডিডি ঢাকা অঞ্চল,পিডি,সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট,ঢাকা এবং পি.এম.কিউ এ ইউনিট, মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাকে মাসিক প্রতিবেদন প্রেরণ করা হয়।
  • বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিরি হার বৃদ্ধি ও শিক্ষার্থীর ঝরে পরার হার হ্রাস কার্যে সহায়তা করা।
  • শিক্ষার্থীর নৈতিক, মানবিক, আত্মিক, শারীরিক ও মানসিক উন্নয়নে এসবিএ কাজে শিক্ষকগণকে সহায়তা করা।